Wellcome to National Portal
Main Comtent Skiped

How to get services
  • কার্যক্রমের নাম ও বিবরণ

 

          (১) দর্জি বিজ্ঞান কার্যক্রম:

                   জাতীয় মহিলা সংস্থা, রংপুর জেলা শাখা কার্যালয়ে অত্রাঞ্চালের দুঃস্থ অসহায়, অর্ধশিক্ষিত, বেকার মহিলাদের আত্ম-কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ও আত্মনির্ভরশীলতা অর্জনের জন্য বৃত্তিমূলক দর্জি বিজ্ঞান র্কার্যক্রম পরিচালনা করে আসছে। দর্জি বিজ্ঞান কার্যক্রম ০৪(চার) মাস মেয়াদী। প্রতি ০৪(চার) মাস অন্তর অন্তর ৩০(ত্রিশ) জন মহিলাকে প্রশিক্ষণ প্রদান করে সার্টিফিকেট প্রদান করা হয়। প্রতিবছর ৯০ জন  মহিলাকে আত্মনির্ভরশীল করে গড়ে তোলার লক্ষ্যে কাজ করে চলেছে।

 

          (২) নগর ভিত্তিক প্রান্তিক মহিলা উন্নয়ন প্রকল্প (২য় পর্যায়):

                   বর্তমান সরকার ক্ষমতায় আসার পর হতে বাংলাদেশের দুঃস্থ, অসহায়, অর্ধশিক্ষিত, শিক্ষিত বেকার মহিলাদের সম্পূর্ন অবৈতনিক (ফ্রি) ভাবে বিভিন্ন কারিগরি প্রশিক্ষণ প্রদান করে চলেছে।

 

          (ক) সেলাই ও এম্ব্রয়ডারী:

                   জাতীয় মহিলা সংস্থা, রংপুর শাখা কর্তৃক পরিচালিত সেলাই ও এম্ব্রয়ডারী কার্য়ক্রমের মাধ্যমে অত্রঞ্চালের অর্ধশিক্ষিত  বেকার মহিলাদের স্বাবলম্বী করে গড়ে তোলার লক্ষ্যে ০৪(চার) মাস মেয়াদী প্রতি ব্যাচে ৫০ জন প্রশিক্ষণার্থীকে বৃত্তিমুলক প্রশিক্ষণ প্রদান করে আসছে।

 

         

         

          (৩) অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্দ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্প (৩য় পর্যায়) পীরগঞ্জ উপজেলা শাখা:

                   বর্তমান সরকার অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী ও ক্ষমতায়ন এবং নারী উদ্যোক্তা সৃষ্ঠির লক্ষ্যে রংপুর জেলাধীন পীরগঞ্জ উপজেলায় ৫ টি কার্যক্রম সম্পূর্ন অবৈতনিক (ফ্রি) ভাবে বৃত্তিমূলক প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে। কার্যক্রম যথাক্রমে,

 

          (ক) বিজনেস ম্যানেজম্যান্ট:

                   অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্দ্যোক্তা সৃষ্ঠির লক্ষ্যে পীরগঞ্জ উপজেলায় মহিলাদের বিজনেস ম্যানেজম্যান্ট বিষয় ৩০ দিন ব্যাপী বৃত্তিমূলক প্রশিক্ষণ শুরু হয়েছে যাহা প্রতি ব্যাচে ৫০ জন মহিলা প্রশিক্ষণ গ্রহণ করেছে। ২০১৮-১৯খ্রীঃ অর্থ বছরে জুন/২০১৯খ্রীঃ পর্যন্ত বিজনেস ম্যানেজম্যান্ট কোর্সে ২০০ জন প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।

 

          (খ) ফ্যাশন ডিজাইন:

                   জাতীয় মহিলা সংস্থা কর্তৃক পরিচালিত অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্প (৩য় পর্যায়) এর আওতায় ৬৫ দিন মেয়াদী ফ্যাশন ডিজাইন বৃত্তিমূলক প্রশিক্ষণ শুরু হয়েছে। প্রতি ব্যাচে  ৫০ জন মহিলা প্রশিক্ষণ গ্রহণ করছে। ২০১৯-২০খ্রীঃ অর্থ বছরে ফ্যাশন ডিজাইন কোর্সে  ৫০ জন প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণ কার্যক্রম শেষ হয়েছে এবং নতুন ব্যাচ ভর্তির কার্যক্রম চলছে।

 

          (গ) বিউটিফিকেশন:

                   জাতীয় মহিলা সংস্থা কর্তৃক পরিচালিত অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্প (৩য় পর্যায়) এর আওতায় ৬৫ দিন মেয়াদী বিউটিফিকেশন বৃত্তিমূলক প্রশিক্ষণ শুরু হয়েছে। প্রতি ব্যাচে  ৫০ জন মহিলা প্রশিক্ষণ গ্রহণ করছে। ২০১৯-২০খ্রীঃ অর্থ বছরে বিউটিফিকেশন কোর্সে  ৫০ জন প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণ কার্যক্রম শেষ হয়েছে এবং নতুন ব্যাচ ভর্তির কার্যক্রম  চলছে।

 

          (ঘ) ক্যাটারিং:

                   জাতীয় মহিলা সংস্থা কর্তৃক পরিচালিত অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্প (৩য় পর্যায়) এর আওতায় ৬৫ দিন মেয়াদী ক্যাটারিং বৃত্তিমূলক প্রশিক্ষণ শুরু হয়েছে। প্রতি ব্যাচে  ৫০ জন মহিলা প্রশিক্ষণ গ্রহণ করছে। ২০১৯-২০খ্রীঃ অর্থ বছরে  ক্যাটারিং কোর্সে  ৫০ জন প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণ কার্যক্রম শেষ হয়েছে এবং নতুন ব্যাচ ভর্তির কার্যক্রম  চলছে।

 

          (ঙ) বি এন্ড মাশরুম কাল্টিভেশন:

                   জাতীয় মহিলা সংস্থা কর্তৃক পরিচালিত অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্প (৩য় পর্যায়) এর আওতায় ৬৫ দিন মেয়াদী বি এন্ড মাশরুম কাল্টিভেশন বৃত্তিমূলক প্রশিক্ষণ শুরু হয়েছে। প্রতি ব্যাচে  ৫০ জন মহিলা প্রশিক্ষণ গ্রহণ করছে। ২০১৯-২০খ্রীঃ অর্থ বছরে বি এন্ড মাশরুম কাল্টিভেশন কোর্সে  ৫০ জন প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণ কার্যক্রম শেষ হয়েছে এবং নতুন ব্যাচ ভর্তির কার্যক্রম  চলছে।

 

 

          বৃত্তিমূলক প্রশিক্ষণ সমূহে কোন প্রকার ‘ফি’ গ্রহণ করা হয় না সম্পূর্ন বিনা মূল্যে প্রশিক্ষণ প্রদান করা হয় । ২০১৯-২০খ্রীঃ অর্থ বছরে ১লা অক্টোবর/২০১৯খ্রীঃ হতে চারটি ট্রেডে ২০০ জন প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণ কার্যক্রম চলছে ।

 

          (৪) জেলাভিত্তি মহিলা কম্পিউটার প্রশিক্ষণ প্রকল্প(৬৪ জেলা):

                   গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশেকে ২০২১ সালের মধ্যে ডিজিটাল বাংলাদেশ পরিণত করার যে  কর্মসূচি প্রদান করেছেন, সে কর্মসূচিকে বাস্তবে রূপদান করতে জাতীয় মহিলা সংস্থা অত্রাঞ্চলের শুধুমাত্র মহিলাদের জন্য ৬ মাস মেয়াদী ‘‘Certificate Course in Computer office Application’’ কম্পিউটার কোর্স শুরু করেছে ।

 

    (ক) ‘‘Certificate Course  in Computer office Application’’:

                জাতীয় মহিলা সংস্থা কর্তৃক পরিচালিত জেলাভিত্তিক মহিলা কম্পিউটার প্রশিক্ষণ প্রকল্প (৬৪জেলা) এর মাধ্যমে ‘‘Certificate Course in Computer office Application’’- এ  ৬ মাস অন্তর অন্তর (৫০+৫০)=১০০ জন প্রশিক্ষণার্থীকে এই প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে ।

 

          জাতীয় মহিলা সংস্থা কর্তৃক পরিচালিত জেলাভিত্তিক কম্পিউটার প্রশিক্ষণে গত অর্থ বছরে ১০০ জন  প্রশিক্ষণ গ্রহণ করেছেন এবং তাদেরকে সার্টিফিকেট প্রদান করা হয়েছে ।

 

    (৫) ঋণ কার্যক্রম কর্মসূচি:

(ক) মহিলাদের আত্ম-কর্মসংস্থানের জন্য ক্ষুদ্র ঋণ কার্যক্রম:

                   জাতীয় মহিলা সংস্থা কর্তৃক পরিচালিত মহিলাদের আত্ম-কর্মসংস্থানের জন্য ক্ষুদ্র ঋণ কার্যক্রমের আওতায় অত্রাঞ্চলের দুঃস্থ, অসহায়, বেকার মহিলাদের আত্মনির্ভরশীল করে গড়ে তোলার লক্ষ্যে ঘুর্ণায়মান ঋণ তহবিলের হতে মোট  =২৫,১৯,৪০০/- (পঁচিশ লক্ষ ঊনিশ হাজার চারশত) টাকা ২২৩ জন ঋণ গ্রহিতার মধ্যে বিতরণ করা হয়েছে ।

          (খ) স্বকর্ম সহায়ক ঋণ কার্যক্রম:

                জাতীয় মহিলা সংস্থা, রংপুর জেলা শাখা কার্যালয়ে অত্রাঞ্চলের দুঃস্থ, অসহায়, অর্ধশিক্ষিত বেকার মহিলাদের আত্ম-কর্মসংস্থান সৃষ্টি এবং আত্মনির্ভরশীলতা অর্জনে ৪৮ জন মহিলাদের মাঝে =৭,১৪,০০০/-(সাত লক্ষ চোদ্দ হাজার) টাকা বিতরণ করা হয়েছে।