Wellcome to National Portal
Main Comtent Skiped

Vision & Mission

লক্ষ্য ও উদ্যেশ্যঃ

ক)   জীবনের সকল ক্ষেত্রে মহিলাদের সচেতনতা বৃদ্ধরি লক্ষ্যে কাজ করা।

  খ)    মহিলাদের  জন্য কারিগরী ও বৃত্তিমূলক প্রশিক্ষণের ব্যাবস্থা করা। 

  গ)    অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জনে মহিলাদের সহায়তা করা।

  ঘ)    মহিলাদের আইনগত অধিকার রক্ষার্থে  সাহায্য করা।

  ঙ)    পরিবার কল্যাণমূলোক ব্যবস্থাদি গ্রহণে মহিলাদের উদ্বুদ্ধ করা।

  চ)    মহিলা কল্যাণে নিয়োজিত সরকারি ও বেসরকারি দেশী-বিদেশী প্রতিষ্ঠানের

         সহিত  যোগাযোগ স্থাপন করা।

  ছ)    জাতীয় উন্নয়ন কর্মকান্ডে মহিলাদের সম্পৃক্ত করার জন্য উদ্যগে 

         গ্রহণ করা।

  জ)   ক্রীড়া ও সাংস্কৃতিক ক্ষেত্রে মহিলাদের অংশগ্রহণের সুযোগ সৃষ্টি  করা।

  ঝ)   মহিলাদের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন সম্মলেন, সেমিনার ও কর্মশালার ব্যবস্থা

         করা।