সাম্প্রতিক বছর সমূহের (৩ বছর) প্রধান অর্জন সমূহঃ
বাংলাদেশের জনসংখ্যার এক বিশাল অংশ নারী। নারী উন্নয়ন তাই জাতীয় উন্নয়নের অন্যতম শর্ত। সম অংশগ্রহণ ও সমঅংশীদারীত্ব নারীর সাংবিধানিক অধিকার। জাতীয় উন্নয়ন, দারিদ্র বিমোচন ও গনতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠার ক্ষেত্রে নারী পুরূষের সমঅংশীদারীত্ব নিশ্চিত হওয়া জরুরী, দূর্নীতি বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ, নারীর ক্ষমতায়ন, লিঙ্গ সমতা ও শিশু কল্যাণ, পুষ্টি সম্যত ও নিরাপদ ক্ষাদ্যের নিশ্চয়তা, সন্ত্রাস সাম্প্রদায়িকতা, জঙ্গিবাদত ও মাদক নির্মুল, সার্বিক উন্নয়নে নারীদের ডিজিটাল প্রযুক্তির ব্যাবহার এবং অটিজম কল্যাণে জাতীয় মহিলা সংস্থা নারীর অর্থনৈতিক উন্নয়ন, সচেতনতা বৃদ্ধি, দক্ষতা উন্নয়ন ও অধিকার সংরক্ষণের মাধ্যমে নারী পুরুষের সমতা প্রতিষ্ঠা করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। বিগত ০৩ (তিন) বছরে রংপুর জেলায় দরিদ্র মহিলাদের আত্ম-কর্মসংস্থানের জন্য ২০১৮-২০১৯ ইং অর্থ বছরে ক্ষদ্র ঋণ বাবদ ২০ জন মহিলার মাঝে ক্রম পুঞ্জিতভাবে ৩,০০,০০০/= (তিন লক্ষ) টাকা বিতরন করা হয়েছে। দর্জি-বিজ্ঞান, জেলাভিত্তিক মহিলা কম্পিউটার প্রশিক্ষণ প্রকল্প (৬৪ জেলা), সেলাই ও এমব্রয়ডারি, নগর ভিত্তিক প্রন্তিক মহিলা উন্নয়ন প্রকল্প (২য় পর্যায়), অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্প (৩য় পর্যায়) (বিজনেস ম্যানেজমেন্ট, ক্যাটারিং, ফ্যাশান ডিজাইন, বি এন্ড মাশরুম কাল্টিভেশন ও বিউটিফিকেশন) প্রশিক্ষন বিদ্যমান রয়েছে এবং প্রকল্প সমূহের প্রশিক্ষন কার্যক্রম মিলিয়ে ৩৭৩৬ জন মহিলাকে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। পাশাপাশি নারী শিশু পাচার প্রতিরোধ, যৌতুক ও বাল্য বিবাহ প্রতিরোধ কল্পে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ৩৪ টি উঠান বৈঠকের মাধ্যমে ৯২০ জন মহিলাকে সচেতন করা হয়েছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস