পরিচিতিঃ
স্বাধীনতা যুদ্ধে ক্ষতি গ্রস্থ নারীদের পূনর্বাসন ও ক্ষমতায়নের লক্ষ্যে ১৯৭২ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গঠন করেন নারী পূনর্বাসন বোর্ড। আর এর মাধ্যমে শুরু হয় মহিলাদের উন্নয়নের প্রাতিষ্ঠানিক যাত্রা। জাতরি জনক বঙ্গবন্ধ শখে মুজবিুর রহমান নারী উন্নয়নে সরকাররে জাতীয় ও আর্ন্তজাতকি অঙ্গীকাররে প্রতফিলনরে জন্য বাংলাদশেরে র্সবস্তররে মহলিাদরে র্সাবকি উন্নয়ন ও তাদরে অবস্থার পরর্বিতনরে লক্ষ্যে একটি সাংগঠনকি কাঠামো তরৈী করার জন্য সমাজকল্যাণ অধদিপ্তররে মহাপরচিালককে নর্দিশে প্রদান করনে। সে অনুযায়ী একটি মহিলা সংস্থার রূপরেখা প্রনিত হয় যা পরবর্তিতে জাতীয় মহিলা সংস্থা নামে প্রতিষ্ঠা লাভ করে। পরবর্তিতে সংস্থার কার্যক্রমকে অধিকতর জোরদার করার লক্ষ্যে ১৯৯১ সালে ৪ ঠা মে তারিখে ৯নং আইন বলে জাতীয় মহিলা সংস্থা, একটি সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে রূপ নেয়। ইহা একটি সরকারি প্রতিষ্ঠান যাহা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়াধীন পরিচালিত জাতীয় মহিলা সংস্থা, জেলা কার্যালয় অফিসটি রংপুর জেলার ৩২, সেনপাড়াস্থ অবস্থিত মনোরম পরিবেশে শুধুমাত্র মহিলাদের বিভিন্ন বিষয়ের উপর প্রশিক্ষন প্রদান করা হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস