Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সাম্প্রতিক বছর সমূহের (৩ বছর) প্রধান অর্জন সমূহ

সাম্প্রতিক বছর সমূহের (৩ বছর) প্রধান অর্জন সমূহঃ

          বাংলাদেশের জনসংখ্যার এক বিশাল অংশ নারী। নারী উন্নয়ন তাই জাতীয় উন্নয়নের অন্যতম শর্ত। সম অংশগ্রহণ ও সমঅংশীদারীত্ব নারীর সাংবিধানিক অধিকার। জাতীয় উন্নয়ন, দারিদ্র বিমোচন ও গনতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠার ক্ষেত্রে নারী পুরূষের সমঅংশীদারীত্ব নিশ্চিত হওয়া জরুরী, দূর্নীতি বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ, নারীর ক্ষমতায়ন, লিঙ্গ সমতা ও শিশু কল্যাণ, পুষ্টি সম্যত ও নিরাপদ ক্ষাদ্যের নিশ্চয়তা, সন্ত্রাস সাম্প্রদায়িকতা, জঙ্গিবাদত ও মাদক নির্মুল, সার্বিক উন্নয়নে নারীদের ডিজিটাল প্রযুক্তির ব্যাবহার এবং অটিজম কল্যাণে  জাতীয় মহিলা সংস্থা নারীর অর্থনৈতিক উন্নয়ন, সচেতনতা বৃদ্ধি, দক্ষতা উন্নয়ন ও অধিকার সংরক্ষণের মাধ্যমে নারী পুরুষের সমতা প্রতিষ্ঠা করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। বিগত ০৩ (তিন) বছরে রংপুর জেলায় দরিদ্র  মহিলাদের আত্ম-কর্মসংস্থানের জন্য ২০১৮-২০১৯ ইং অর্থ বছরে ক্ষদ্র ঋণ বাবদ ২০ জন মহিলার মাঝে ক্রম পুঞ্জিতভাবে ৩,০০,০০০/= (তিন লক্ষ) টাকা বিতরন করা হয়েছে। দর্জি-বিজ্ঞান, জেলাভিত্তিক মহিলা  কম্পিউটার প্রশিক্ষণ প্রকল্প (৬৪ জেলা), সেলাই ও এমব্রয়ডারি,  নগর ভিত্তিক প্রন্তিক মহিলা উন্নয়ন প্রকল্প (২য় পর্যায়), অর্থনৈতিক ক্ষমতায়নে নারী  উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্প (৩য় পর্যায়) (বিজনেস ম্যানেজমেন্ট, ক্যাটারিং, ফ্যাশান ডিজাইন, বি এন্ড মাশরুম কাল্টিভেশন ও বিউটিফিকেশন) প্রশিক্ষন বিদ্যমান রয়েছে এবং প্রকল্প সমূহের প্রশিক্ষন কার্যক্রম মিলিয়ে ৩৭৩৬ জন মহিলাকে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। পাশাপাশি নারী শিশু পাচার প্রতিরোধ, যৌতুক ও বাল্য বিবাহ প্রতিরোধ কল্পে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ৩৪ টি উঠান বৈঠকের মাধ্যমে ৯২০ জন মহিলাকে সচেতন করা হয়েছে।